সারাদেশ

শীতে কাহিল চিলমারীর মানুষ

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৪ , ১১:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

২৪ ঘন্টার ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি কমে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এতে চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের চিলমারীর নিম্নআয়ের মানুষজন। প্রচন্ড শীত উপেক্ষা করে শ্রমজীবী মানুষ ব্যস্ত হয়ে পড়েছেন কাজে।

আবহাওয়া অফিস জানায়, আকাশে ঘন মেঘ থাকায় আগামী ২৪ ঘন্টা সূর্যের দেখা না মেলার সম্ভাবনা রয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, বুধবার (১১ ডিসেম্বর) জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল (মঙ্গলবার) রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড শীত উপেক্ষা করে শ্রমজীবী মানুষ বাহিরে বেরিয়ে পড়েছেন। এসময় কথা হয় রিক্সা চালক মতিন মিয়ার সাথে তিনি বলেন, ভোরবেলায় বেরিয়েছি। তখন প্রচণ্ড ঠান্ডা ও শীত। ভোরবেলা ঢাকার গাড়ি আসে, তাই সকাল সকাল বের হলে কিছু যাত্রী পাওয়া যায়। আর এমনিতে বাইরে মানুষ কম।

বেলা বাড়ার সাথে রাস্তায় কিছুটা মানুষের সংখ্যা বাড়তে থাকলেও জরুরি প্রয়োজন ব্যতীত তেমন কেউ বের হচ্ছেন না।

শ্রমিক সাহেব আলী বলেন, এখন তো ধান কাটা চলছে। বাড়িতে বসে থাকার সুযোগ নেই। তাই সাতসকালে বের হয়েছে কাজ করছি।

ঘোড়ার গাড়ি চালক রহিম বলেন, সকালে তো শীত ও ঠান্ডার কারণে বের হওয়া যায় না। গাড়ি বের না করলে সংসার চলবে কিভাবে? বাধ্য হয়েই শীত উপেক্ষা করে বের হতে হচ্ছে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত দুই সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রী সেলসিয়াস উঠা-নামা করছে। এ মাসের ১৫ তারিখের পর শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘন্টা সূর্যের দেখা না মেলার সম্ভাবনাও রয়েছে।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, শীতবস্ত্র পাওয়া গেছে৷ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।