uadmin ১৪ মার্চ ২০২৪ , ২:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আরফান আলী,শেরপুর:‘‘খেলার ছলে গণিত’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সরকারি কলেজে আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়েছে।
১৪ই মার্চ দুপুরে কলেজের গণিত বিভাগ থেকে এক র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন গনিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আজহারুল ইসলাম, গনিত বিভাগের সহকারী অধ্যাপক মো. শামসুল হুদা চৌধুরী সহ বিভাগের সকল শিক্ষার্থী।
র্যালি শেষে বিভাগের সেমিনার কক্ষে গণিতবিদদের ইতিহাস আলোচনা করেন শিক্ষক শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন ২য় বর্ষের ছাত্র সোহেল রানা।
সহকারী অধ্যাপক শামসুল হুদা চৌধুরী তার বক্তব্যে বলেন, গণিত সবার জন্যই। এমন কোনো জায়গা নেই, যেখানে গণিতের দরকার নেই। যারা গনিতে ভালো করে তাদের চাকরিও দ্রুত হয়।
বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম বলেন, এই দিবসটি পৃথিবীব্যাপী পালিত হয়। সেই ধারাবাহিকতায় আমাদের কলেজেও পালিত হয়। এই দিবসটি আগে মূলত পাই দিবস হিসেবে পালিত হতো। কালের বিবর্তনে এখন গণিত দিবস হিসেবে পালিত হয়।