এস এম রাফি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ৮:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে উত্তাল রয়েছে দেশের ক্রিকেটাঙ্গণ। এসবের মাঝে তাই আবেদন হারিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের তৃতীয় এবং শেষ ওয়ানডে। মিরপুরে আগে ব্যাট করতে আজ (২৬ সেপ্টেম্বর) ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল-সবুজ দল। অভিষিক্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৬ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৭১ রানে থামে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা লক্ষ্য পেরিয়ে গেছে ৯১ বল আর ৭ উইকেট হাতে রেখেই।
বাংলাদেশের ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন এবং উইল ইয়াং। দুজন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৯ রান।
এরপর দশম ওভারে জোড়া আঘাত হানেন টাইগার পেসার শরিফুল ইসলাম। তাঁর বলে ২৬ বলে ২৮ রান করে সাজঘরে ফিরেন অ্যালেন। পরের বলেই বোল্ড হন ডিন ফক্সক্রফট।
ফলে ভালো শুরুর পরও পরপর দুই বলে উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে পরে সে চাপ ভালোই সামলেছেন ইয়াং এবং হেনরি নিকোলস। দুজন মিলে দেখেশুনে ব্যাট চালিয়ে দলকে নিয়ে যান জয়ের দিকে।
নিকোলসের সঙ্গে জুটি গড়ে ওপেনার উয়াং স্কোরবোর্ডে যোগ করেন ৮১ রান। কিউই এই ওপেনার আজ তুলে নিয়েছেন নিজের ফিফটিও। তবে ৮০ বলে ১০ চার এবং ১ ছয়ে ৭০ রান করা ইয়াং সাজঘরে ফিরেন নাসুমের বলে বোল্ড হয়ে। নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন তখন আর মাত্র ৪২ রান, হাতে আছে আরও সাত উইকেট।
ইয়াং ফেরার পর মাঠে নামা টম ব্লান্ডেলকে নিয়ে পরে নিকোলস সেই ৪২ রান তুলে নিয়েছেন সহজেই। জয়ের পথে ব্যক্তিগত অর্ধশতকের দেখাও পেয়েছেন নিকোলস। কিউই এই ব্যাটারের অপরাজিত ৫০ রানের ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত সাত উইকেটের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড।
বিস্তারিত আসছে…