এস এম রাফি ৯ নভেম্বর ২০২৩ , ১:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
এমএ কাইয়ুম মাইজভান্ডারি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি টিনশেড বসত ঘরে অগ্নিকান্ডে ঘুমন্ত এক যুবকের মৃত্যু হয়েছে।
গত বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের পশ্চিম আটপাড়া গ্রামের মোল্লা পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ কাউসার(২৩)। সে পশ্চিম আটপাড়া গ্রামের মোল্লা পাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাদের একটি টিনশেট বসত ঘরে আগুন লাগে। এসময় কাউসার ঘুমিয়ে ছিল। আগুন দেখে বাড়ির লোকজন চিৎকারে করে তাকে ডাকাডাকি করলেও আগুনের কারণে সে ঘর থেকে বের হতে পারেনি। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে রাত পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে ঘর থেকে কাউসারের দগ্ধ মৃত দেহ উদ্ধার করা হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন এয়ারহাউস কর্মকর্তা মোঃ মাহফুজ রিবেন জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঐ ঘরে আগুনের সূত্রপাত হতে পারে।