মুন্সীগঞ্জ প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ৫:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছে ২য়পক্ষ।
গতকাল শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত উপজেলার শ্রীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শ্রীনগর মৌজার নালিশী জমিতে শ্রমিক দিয়ে বহুতল ভবনের পাইলিংয়ের কাজ অব্যাহত রেখেছেন ঐ এলাকার মৃত রমজানের স্ত্রী রেশমা বেগম ও মৃত আলাউদ্দিনের স্ত্রী রিনা আক্তার।
পিটিশন মামলা সুত্রে জানা যায়, শ্রীনগর মৌজার এসএ ৭০১ ও আরএস ৩১৫ নং খতিয়ানভুক্ত ৮৯৫ দাগের ৩৬ শতাংশ নাল জমি হতে ২৫ শতাংশ জমি পৈত্রিক ও মায়ের দান সুত্রে মালিক হয়ে ঘর-দরজা উত্তোলন করে ভোগ দখলে নিয়োজিত রয়েছেন ভুক্তভোগী শেখ লিটন মিয়া। ২য় পক্ষ রেশমা বেগম ও রিনা আক্তারগং তাদের আরো লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে অন্যায় ভাবে ভুক্তভোগীর জমি দখল করার পায়তারা করে আসছে। বাধা দিতে গেলে ভুক্তভোগীকে মারধর করতে আসে, মারধর করতে না পেরে জমি দখল করার হুমকি দেয়। পরে ভুক্তভোগী বাদী হয়ে ২য়পক্ষের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত মুন্সীগঞ্জে পিটিশন মোকদ্দমা নং-৮৭/২৪ ধারা ফৌঃ কাঃ বিঃ ১৪৫ দায়ের করেন। শ্রীনগর থানা পুলিশ উক্ত মোকদ্দমার ব্যাপারে উভয়পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে লিখিত নোটিশ প্রদান করেন। ২য় পক্ষগং আদালতের লিখিত নোটিশ প্রাপ্ত হয়ে গতকাল শুক্রবার থেকে নালিশী জমিতে পাইলিংয়ের কাজ অব্যাহত রাখে এবং ভুক্তভোগীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী জমিতে কাজ করার ব্যাপারে অভিযুক্ত রিনা বেগম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিজ্ঞ আদালত আমাদের আগামী ৯ তারিখে হাজির থাকতে বলেছে। আমরা সেখানে গিয়ে জবাব দিব। সেসময় মাপে পাইলে তার জমি সে নিয়ে নিবে।
নোটিশ জারিকারক শ্রীনগর থানার এএসআই আহসান হাবিব বলেন, পিটিশন মোকদ্দমাটি আমার নামে হাওলা হওয়ার পর আমি উভয় পক্ষকে লিখিত নোটিশ প্রদান করি।
এঘটনায় রিনা বেগম বাদী হয়ে ভুক্তভোগী শেখ লিটন মিয়ার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। রিনা বেগম এর দায়েরকৃত অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই আবিদ হাসান বলেন, রিনা বেগম পক্ষকে নালিশী জমিতে কাজ করে নিষেধ করেছি এবং উভয়পক্ষকে স্ব-স্ব কাগজপত্র নিয়ে আদালতের স্বরণাপন্ন হতে বলেছি।
এব্যাপারে শ্রীনগর সহকারী কমিশনার(ভুমি) সাফফাত আরা সাঈদ বলেন, বিষয়টি আমরা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।