অপরাধ

শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের আরও ৫ সদস্য আটক

  মুন্সীগঞ্জ প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

শ্রীনগরে ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিরব হোসেন হত্যার ঘটনায় র‌্যাবের হাতে কিশোর গ্যাংয়ের আরো ৫ সদস্য আটক হয়েছে।

শুক্রবার রাত ভর অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে। এর আগে শ্রীনগর থানা পুলিশ ৪ জনকে আটক করে। এ নিয়ে কিশোর গ্যাংয়ের ৯ জনকে আটক করা হলো।

র‌্যাব- ১০ ভাগ্যকুল ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার এ.কে.এম কাউসার চৌধুরী জানান, র‌্যাব রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত ৫ জনকে আটক করেছে। তারা হলো উপজেলার উত্তর কামারগাও গ্রামের লিটন শিকদারের ছেলে শাহিন শিকদার(১৬),জগন্নাথপট্টির আজিজুল মৃধার ছেলে রোমান মৃধা(১৭), কাদিরকান্দা এলাকার শেখ খলিলের ছেলে রায়হান(১৭),মোঃ মুজিবরের ছেলে মোঃ জাহিদ(১৭) ও আজাহার শেখের ছেলে আবির(১৭)। তাদেরকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হবে।এর আগে পুলিশ উপজেলার বাঘড়া মাগডাল এলাকার মনু মিয়ার ছেলে রাজিব(১৭),আক্কাস আলী মৃধার ছেলে তাহসান(১৪),একই এলাকার সুমির ছেলে রুদ্র(১৪)ও পশ্চিম কামারগাও এলাকার মোঃ রাশেদের ছেলে শাওন(১৪)কে আটক করে।

ঘটনাস্থলের রাস্তায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলা কারীদের সনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাও চৌধুরী বাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে ছুরিকাঘাতে নিরব নিহত হয়।

গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে কিশোর গ্যাংয়ের ১২ থেকে ১৫ জন মিলে স্কুলের ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। এ সময় সাব্বির,নিরব ও কাজী অহিদুল উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের সাথে তাদের বাক বিতন্ডা ও হাতাহাতি হয়। পরে বখাটেরা দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এর জের ধরে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রায় একশ গজ পশ্চিমে কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে এসে বখাটেরা নিরবকে ছুরিকাঘাত করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। স্থানীয়রা নিরবকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।