সারাদেশ

শ্রীনগরে এ্যাপ্রোচ ভাঙ্গা সেতু দিয়ে চরম ঝুঁকি নিয়ে যান চলাচল

  এম এ কাইয়ুম মাইজভান্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৪ , ৬:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগরের সড়কের এ্যাপ্রোস ভাঙ্গা সেতু দিয়ে যান চলাচল ব্যহত হচ্ছে। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, উপজেলা শ্রীনগর বাজার হতে মুন্সীরহাটিগামী পাকা সড়কে শ্রীনগর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম দেউলভোগ এলাকায় আমিন উদ্দিন মসজিদ সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সেতুটির উত্তর পার্শ্বে সেতুর সম্মুখস্থলের এ্যাপ্রোসটি দীর্ঘদিন ধরে ভেঙ্গে গেছে। এতে জনগুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে যান চলাচল করতে না পারায় দুর্ভোগ পোহাচ্ছেন যাতায়াতকারীরা। ইউনিয়নের একমাত্র পাকা বড় এই সড়ক দিয়ে দেউলভোগ দয়হাটা মোড়ল বাড়ি,নাপিতবাড়ী,কবিরাপাড়া,মরিচবাড়ি,মোল্লাবাড়ি, সবুজহাটি,পোদ্দারভাগ,সিঙ্গেরহাটি,আরধীপাড়া, কন্দনপাড়া,ডাক্তারপাড়া,কানাইনগর,মুন্সীরহাটি,

বাঙ্গাছাড়া,দিঘুরহাটি,চকেরপাড়া,টিলাহাটি,

সরকারহাটি,দিঘীরপূর্বপাড়া ও পশ্চিমপাড়াের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ প্রায় ২০ হাজার মানুষ জীবনের চরম ঝুঁকি নিয়ে এই এ্যাপ্রোস ভাঙ্গা সেতু দিয়ে যাতায়াত করছে আসছে। এ নিয়ে একাধিকবার পত্র-পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও সড়ক কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে ফলপ্রসু কোন ব্যবস্থা গ্রহন করেনি।

এসময় স্থানীয়রা বলেন, এই ভাঙ্গন নিয়া কতো নিউজ অইলা, কামের কাম কিছু অয় না। কি অইবো নিউজ কইরা?

অটো চালক বাবুল মিয়া বলেন, আমরা শ্রীনগর বাজার থেকে অটোতে যাত্রী নিয়া এই সেতুর উপরে উঠে ভাঙ্গনের জায়গায় আসলে অপর পাশ থেকে আরেকটি অটোর মুখোমুখি হইলে একটি অটো অপর অটোকে দাড়ায় থাইক্যা সাইড দেওন লাগে। হঠাৎ অপরিচিত কোন অটো চালক যাত্রী নিয়া এখান দিয়া আসলে নিশ্চিত দুর্ঘটনার মধ্যে পড়বেে। এখানে এর আগেপড়ে অনেক এক্সিডেন্ট অইছে এবং কয়েকজন মানুষের হাত পাও ভাঙ্গছে।

মুন্সিগঞ্জ রেঞ্জের সড়ক ও জনপথের(সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুস হোসাইন বলেন, আমি খোঁজ নিয়ে ঈদের আগেই মেরামত করে দিব।