সারাদেশ

শ্রীনগরে বিদ্যুৎতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ড, ৫টি বসতঘর পুড়ে ছাই

  এম এ কাইয়ুম মাইজভান্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি ৩০ মার্চ ২০২৪ , ৯:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বাড়ীতে বিদ্যুৎতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি টিনের বসতঘর পুড়ে অন্ততঃ ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) রাত সোয়া ৭টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পালপাড়া মৃত মানিক হাওরাদারের ছেলে মাওলা এর বসতবাড়িতে বিদ্যুৎতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডে পুরো বাড়িঘর ও ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

স্থানীয়রা জানান, ইফতারের পর রাত সোয়া ৭টার দিকে মাওলার বাড়ীতে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্র পাত। এতে মুহুর্তের মধ্যেই পুরো বাড়ীতে আগুন লেগে যায়। এতে ৫টি টিনের বসতঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিপাতের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে আমাদের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।