এস এম রাফি ২৯ আগস্ট ২০২৩ , ৫:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামে চিলমারীতে সদ্য নির্মিত হরিজন পল্লী ৭ দিন ধরে পানির নিচে তলিয়ে আছে। এতে পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন হরিজন পল্লীর ৩০টি পরিবারের দেড় শতাধিক মানুষ।
সরেজমিন দেখা গেছে, ফকিরপাড়া নালারপাড় এলাকায় বিলের মাঝে সদ্য নির্মিত হরিজন পল্লীর চারদিকে পানি থৈ থৈ করছে। সড়কপথ না থাকায় কোমর সমান পানি ডিঙিয়ে সুপেয় পানি ও খাদ্যের সন্ধানে বেরুতে হচ্ছে তাদের।
আশ্রয় নেওয়া শ্রী মনি লাল জানান, সামান্য বন্যার পানিতে তলিয়ে গেছে আমাদের হরিজন পল্লী। গত ৭দিন ধরে এভাবে পানিবন্দি রয়েছি আমরা। আর একটু পানি বাড়লে হরিজন পল্লী ছেড়ে চলে যেতে হবে আমাদের।
শ্রী রুমা রাণী বলেন, বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি, সব সময় ভয়ে থাকতে হচ্ছে।
আশ্রয় নেওয়া হরিজন পল্লীর বাসিন্দারা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে পানি বন্দি থাকলেও এখনো সরকারী বা বে-সরকারী ভাবে কোনো খাদ্যে সহায়তা পাননি।
অপরদিকে পানি অব্যাহত বৃদ্ধি পাওয়ায় নতুন করে চিলমারীতে পানি বন্দি হয়েছেন আরও ৩ হাজার মানুষসহ ১০ হাজার মানুষ। পানি বন্দি এসব মানুষ সুপেয় পানি, শুকনো খাবার ও খো- খাদ্যের সংকটে পড়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম জানান, হরিজন সম্প্রদয় সহ পানিবন্দি মানুষদের তালিকা করা হচ্ছে। ২/১ দিনের মধ্যে তাদের মাঝে খাদ্যে সহায়তা প্রদান করা হবে।