বিবিধ

সনমান্দী ইউনিয়নে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

  এস এম রাফি ২ জানুয়ারি ২০২৩ , ১০:১৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত। রোববার (১ জানুয়ারি) সকালে সোনারবাংলা উচ্চ বিদ্যালয় সহ সনমান্দী ইউনিয়নের বিভিন্ন স্কুলে-স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়ছে।
বিদ্যালয়টির বই উৎসব অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, কৃষকলীগ সভাপতি সনমান্দী ইউনিয়ন জামালউদ্দীন, সনমান্দী শ্রমিকলীগের আহবায়ক আবু সিদ্দিক, যুগ্ম আহবায়ক আল আমিন,জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা, ছাত্রলীগ নেতা সজিব,যুবলীগ নেতা সোহেল সরকার প্রমুখ।
শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই, তা নিয়েই উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বই নিতে সকাল থেকেই প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা হাজির হয় নিজ নিজ
বিদ্যালয়ে। উদ্দেশ্য নতুন বই পাওয়া। এরপর হাতে-হাতে বই পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।