সারাদেশ

সনাতন ধর্মের গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

  এস এম রাফি ১৯ অক্টোবর ২০২৩ , ৮:৫৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে সোলায়মান আলী সবুজ নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ওই গৃহবধূর ঘর থেকে বেরিয়ে আসার সময় এলাকাবাসীর হাতে আটক হন ছাত্রলীগ নেতা সবুজ। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দল বেঁধে এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বারোহাত কালী নামক স্থানে গত ১৩ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোলায়মান আলী সবুজ একই ইউনিয়নের কুলাঘাট এলাকার সফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এদিকে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য টাকা দিয়ে মীমাংসার চাপ সৃষ্টি করে স্থানীয় আওয়ামী লীগ। মীমাংসায় রাজি না হলে ভুক্তভোগী পরিবারকে গৃহবন্দী করে রাখে স্থানীয় আওয়ামী লীগ। বাড়ির সামনে রীতিমতো পাহারা বসিয়ে দেয় তারা। ভুক্তভোগী পরিবার ঘর থেকে বের হতে পারেনি এবং কারো সাথে কথাও বলতে পারেনি। পরে তিনদিন ধরে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ১০০ টাকা মূল্যের ৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ভুক্তভোগী পরিবারকে নিজ বাড়ি থেকে বের করে দেয়। পরে স্ত্রীকে সাথে নিয়ে স্বামী কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে চলে যান। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় গিয়ে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে লিখিত অভিযোগ দেন।

ওই গৃহবধূ জানান, দীর্ঘ দিন থেকে ছাত্রলীগ নেতা সবুজ তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তিনি ভিন্ন কৌশল অবলম্বন করেন। তার স্বামী স্থানীয় কুলাঘাট বাজারে মাছের ব্যবসা করে সংসার চালায়। স্বামী রাতে বাজার থেকে ফেরার পথে তাকে মেরে ফেলার হুমকি দেন ছাত্রলীগ নেতা সবুজ। কিন্তু এতেও কুপ্রস্তাবে রাজি না হলে সুযোগের সন্ধানে থাকেন ওই ছাত্রলীগ নেতা। পরে ঘটনার দিন সন্ধ্যা রাতে বাড়িতে প্রবেশ করে ঘরের দরজায় কড়া নাড়ে। ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে ছিলেন একা। শব্দ পেয়ে দরজা খোলা মাত্র গৃহবধূকে ধর্ষণ করেন। এক পর্যায়ে গৃহবধূর চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসে। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রলীগ নেতা সবুজকে আটক করে উপস্থিত প্রতিবেশীরা। পরে খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা দল বেঁধে এসে সবুজকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার ওসি ওমর ফারুক জানান, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে অভিযোগ পেয়েছি। ঘটনার দ্রুত তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।