এস এম রাফি ৩০ মার্চ ২০২৩ , ১১:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
এম এ মমিন আনসারীঃ বাংলাদেশের বর্তমান সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ” সফল রাষ্ট্র নায়ক” বইটি নিজ হাতে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান তরুণ প্রজন্মের কবি ও লেখক কাজী আশরাফুল আলম টিটু, মননশীল ছন্দাক্ষরে লেখা তার বইটিতে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন ও সাফল্যের বিস্তারিত বিবরণ তুলেধরা হয়েছে অত্যান্ত নিখুঁত ভাবে যা পড়লে যে কোন বিবেকবান মানুষের মন নাড়া দিয়ে উঠবে।প্রধানমন্ত্রী ঘোষিত মিশন ২১ সফল ও ভিষণ ৪১ বাস্তবায়ন ছাড়াও বহিঃবিশ্বে উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশের স্বীকৃতি অর্জন, বৈশ্বিক মহামারী করোনা ও বিভিন্ন দূর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর শতভাগ সাফল্যের বিস্তারিত বিবরন লেখক তার মনের মাধুরি মিশিয়ে অত্যন্ত নিখুঁত ভাবে বইটিতে উপস্থাপন করেছেন, যা না পড়লে উদীয়মান প্রজন্ম অনেক মিস করবে।
গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে “সাহিত্যের সন্ধান” প্রকাশনী থেকে বইটি প্রকাশ হলেও শুধু মাত্র টাকার অভাবে লেখক আজও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করতে পারেন নি,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা এমন একটি মহা মুল্যবান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করতে লেখক স্হানীয় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতার সাথে দেখা করে বই উপহার দিয়েও কোন সারা পাননি যা বড়ই দুঃখ জনক ঘটনা। এ প্রতিবেদকের সাথে একান্ত আলাপচারিতায় লেখক কাজী আশরাফুল আলম টিটু অত্যন্ত আক্ষেপ করে বলেন আমি একজন আওয়ামী পরিবারের সন্তান, জননেত্রী শেখ হাসিনা আমার মা, আমি তাকে জীবনের চেয়েও ভালবাসি, তার সকল কাজ কর্ম ও উদারতা আমাকে সব সময় মুগ্ধ করে, আমার বহুদিনের স্বপ্ন আমি নিজ হাতে তাকে উপহার দিব। সেই ভাবনা থেকেই আমার ” সফল রাষ্ট্র নায়ক” বইটি লেখা, বই প্রকাশের পর আমি অনেক আওয়ামীলীগ নেতার কাছে গিয়েছি আমার মনের কথা মাননীয় প্রধানমন্ত্রীকে নিজ একটা বই উপহার দিবো কিন্তু আজ পর্যন্ত কোন নেতাই আমার বিষয় টি আমলে নেয় নি। অবশেষে আমি মিডিয়ার স্বরণাপর্ন হলাম।দেশের সকল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আমার অনুরোধ আপনারা আমার লেখা ” সফল রাষ্ট্র নায়ক” বইটি দেখুন ও আমার মনের কথা গুলো মিডিয়ায় প্রচার করুন আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, আমার মা, জননেত্রী শেখ হাসিনা অবশ্যই দেখবেন ও আমাকে ডাকবেন, জীবনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই একটাই চাওয়া আমার লেখা বইটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবো।
তরুণ প্রজন্মের লেখক ও কবি কাজী আশরাফুল আলম ১৯৮৪ সালের ৮ নভেম্বর রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন, তার পিতার নাম কাজী মাহবুবুর রহমান, মাতা জাহানারা বেগম, তিন ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট, শৈশব কাটে নিজ গ্রামেই, ছোট বেলা থেকেই লেখা লেখির প্রতি তার ছিল দারুণ আগ্রহ, বিভিন্ন পত্র পত্রিকায় তার ছড়া, কবিতা, উপন্যাস, গল্প নিয়মিত প্রকাশ হতো, লেখকের প্রথম কাব্য গ্রন্থ ” শোকার্ত ১৫ ই আগষ্ট “।
২১ শে বই মেলা ২০২০ এ প্রকাশিত হয়। সফল রাষ্ট্র নায়ক” লেখকের দ্বিতীয় কাব্য গ্রন্থ এবং তৃতীয় কাব্য গ্রন্থ “ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার” শীঘ্রই প্রকাশিত হবে, তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।