অপরাধ

সাতক্ষীরায় ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  সাতক্ষীরা প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৪:১৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় ১৩ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

শনিবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, বৈকারী, গাজীপুর, বাকাল চেকপোষ্ট, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য আটক করে তলুইগাছা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সদর থানার চারাবাড়ী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ আটক করে, কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিকদল কলারোয়া থানার রাজ্জাকের মোড় এবং ভাদিয়ালী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবা এবং ১০ বোতল ভারতীয় মদ আটক করে, মাদরা বিওপি একটি বিশেষ আভিযানিকদল কলারোয়া থানার চান্দা এবং ভাদিয়ালী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৭ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়াও চান্দুরিয়া বিওপি পৃথক দুইটি আভিযানিকদল কলারোয়া থানার কাদপুর পাকা রাস্তা নামক স্থান থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৬ বোতল ভারতী মদ আটক করে।

এদিকে, সদর থানার বাকাল চেকপোষ্ট এলাকা থেকে ২২ হাজার টাকা মূ্ল্েযর ভারতীয় শাড়ী এবং ২ হাজার ১৬৬ টাকা মূল্যের বিভিন্ন কসমেটিকস আটক করে, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিকদল বেড়ীবাধ নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূ্ল্েযর ভারতীয় ঔষধ আটক করে, বৈকারী বিওপি’র সদর থানার ছয়ঘরিয়া নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে, কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি আভিযানিকদল গেড়াখালী এবং কুঠিবাড়ী নামক স্থান থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ১২ হাজার ৫ শত টাকা মূল্যের ভারতীয় ক্রিম আটক করে। এছাড়াও চান্দুরিয়া বিওপির আভিযানিকদল কাদপুর থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, বিজিবি সদস্যরা সর্বমোট ১২ লাখ ৮১ হাজার ১৬৬ টাকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করা হয়েছে এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা করা হয়েছে।