কুড়িগ্রাম প্রতিনিধি: ৩ জুলাই ২০২৫ , ৩:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের রাজনৈতিক সহকারী ও চাচাতো ভাই রাশেদুল ইসলাম রাশেদকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গ্রেফতার হওয়া রাশেদ রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।
দেশে চালের মজুদ বেড়েছে, কমেছে গমেরদেশে চালের মজুদ বেড়েছে, কমেছে গমের
জেলা পুলিশ জানায়, গোপন সূত্রে তথ্য পেয়ে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভার পিটিআই এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। সেখান থেকে রাশেদকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি পুলিশের ওসি মো. বজলার রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়কার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের রাজনৈতিক পিএস রাশেদকে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম গ্রেফতার করেছে।”
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময় প্রতিমন্ত্রী জাকির হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন দুর্নীতি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে রাশেদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।”