এস এম রাফি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ৭:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সনাতন হিন্দু সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেন।
হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
বুধবার ৬ সেপ্টেম্বর দুপুর আড়াই টায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিরাজদিখান উপজেলা সভাপতি বাবু তপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফুল আলম তানভীর।
সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
আলোচনা সভা শেষে বিকাল ৪:১৫ মিনিটে আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালী সন্তোষপাড়া শ্রী শ্রী গৌর নিতাই মন্দির হতে শুরু হয়ে দানিয়াপাড়া শ্রী শ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে শেষ হয়।
বিকাল সাড়ে ৫টায় দানিয়াপাড়া শ্রী শ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মোজাহিদুল ইসলাম রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. আবু সাঈদ, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, মুন্সীগঞ্জ জেলা সভাপতি এড. অজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিরাজদিখান উপজেলা সভাপতি বিমল চন্দ্র দাস,বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মুন্সীগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার দাস,বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মুন্সীগঞ্জ জেলা সদস্য গোবিন্দ দাস পোদ্দার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা সহ-সভাপতি ডা. দেবব্রত ঘোষ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা সহসভাপতি গোবিন চান মন্ডল,রশুনিয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও সদস্য, ৭নং ওয়ার্ড ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক নবীন কুমার রায়,বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা সভাপতি তপন কুমার দাস বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিরাজদিখান উপজেলা সাধারণ সম্পাদক তপন রাজবংশী প্রমুখ।