অপরাধ

সিরাজদিখানে দুই আসামী গ্রেফতার

  মুন্সীগঞ্জ প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৪ , ৭:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

বুধবার ১০ জানুয়ারী দিবাগত রাতে অফিসার ইনচার্জ,পুলিশ পরিদর্শক (তদন্ত),এর দিক নির্দেশনায় এসআই ফকরুল হাসান ফারুক, এসআই আঃ কাদের, এএসআই রমজান মিয়া সঙ্গীয় ফোর্স সহ সিরজাদিখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে এ আসামীদের করেন।

গ্রেফতারকৃতরা হলেন জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ তাইজুল @ নাঈম (দ২৮), পিতা-মৃত ফয়জুল, গ্রাম- চরগুলগুলিয়া, থানা-সিরাজদিখান ও ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ মুলে মোঃ আসলাম শেখ (২০), পিতা-মৃত আলী আকবর শেখ, মাতা-মোসাঃ আসমা বেগম, সাং-নিমতলী চারগাঁও, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান,বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ দুই আসামীকে গ্রেফতার করি।আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।