এম এ কাইয়ুম মাইজভান্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৭:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল বিদ্যালয়ে চুরি নৈশ প্রহরীর হাতে আটক হয়েছে ১ চোর। পরে চোরকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
মঙ্গলবার ২১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায় চোর বিদ্যালয়ের প্রাচীর টপকে প্রধান শিক্ষকের কক্ষ ও বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে থাকা নথিপত্র তছনছ করে। দুই কক্ষের ড্রয়ারে থাকা নগদ অর্থ নিয়ে যায়। এছাড়া শিক্ষক মিলনায়তনের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন।
বিদ্যালয়ের নৈশ প্রহরী জাহাঙ্গীর দেওয়ান চোরের উপস্থিতি টের পেয়ে এগিয়ে গেলে চোরের হাতে থাকা লোহার রড দিয়ে নৈশ প্রহরীকে আঘাত করে।জাহাঙ্গীর চিৎকার করতে থাকেন। জাহাঙ্গীরের ডাক চিৎকারে বিদ্যালয় সংলগ্ন হাওলাদার বাড়ির দেলোয়ার হাওলাদার সহ ওই বাড়ির অনেকেই এগিয়ে আসেন।
চোর দৌড়ে প্রাচীর টপকে পালানোর সময় এক চোর প্রাচীরের লোহার রডে পা আটকে মারাত্মক জখম হয়।পরে আটক চোরকে উত্তম মাধ্যম দিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুলিশের মাধ্যমে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বিদ্যালয়ের ভিতরের কোয়ার্টারে ছিলেন। তার বাসভবন থেকে শোরগোল শুনে নৈশ প্রহরী জাহাঙ্গীরকে ফোন দিলে তিনি ঘটনা জানতে পেরে সিরাজদিখান থানা কে অবহিত করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, আটক ওই চোরের নাম সালাউদ্দিন তাঁর বয়স ৩৫ বছর। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় সে রেন্টু মিয়ার ছেলে।