সারাদেশ

সিরাদিখানে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শালিশ বাণিজ্য ও সার্ভেয়ারকে মারধরের অভিযোগে বিক্ষোভ

  এস এম রাফি ৮ অক্টোবর ২০২৩ , ৭:৪০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শালিশ বাণিজ্য ও সার্ভেয়ারকে মারধরের অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। পরে ভুক্তভোগী শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ সূত্রে জানাযায়, গত ৬ অক্টোবর শুক্রবার ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মেজর ফেরদৌসির জায়গা মাপঝোগ করতে গেলে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান তার দল বল নিয়ে হাজির হয়। সেখানে তিন পক্ষের তিন জন সার্ভেয়ারের উপস্থিতিতে সবাই আমিন শহিদুল ইসলামকে মাপের সিদ্ধান্ত জানাতে বলে। তখন সে সিন্ধান্ত পাঠ করে শোনাতে গেলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে গালি দেয়। সে গালির প্রতিবাদ করলে চেয়ারম্যান সার্ভেয়ার শহিদুল ইসলামকে চর থাপ্পর মারে এবং দলবলসহ আক্রমন করে। এছাড়া চেয়ারম্যান এলাকায় টাকার বিনিময়ে বিচার শালিশ করে থাকে। অসহায় মানুষদের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় ও পক্ষপাত করে। এই বিষয়ে কেউ প্রতিবাদ করলে তার গুন্ডা বাহিনী দিয়ে প্রতিবাদকরীকে আক্রমন করে ও প্রশাসনিক ভাবে হয়রানি করে।

এ বিষয়ে রাজানগর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, অভিযোগটি এখনো আমি হাতে পাইনি। অভিযোগটি পেলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।