এস এম রাফি ২৫ অক্টোবর ২০২৩ , ৮:১৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে সফরকারীদের হারিয়ে সিরিজে উড়ন্ত সূচনা করেছে টাইগ্রেসরা।
বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েরা। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিং করে ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট হয় সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট ও ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা দু’জন।
ম্যাচের চতুর্থ ওভারে দুভার্গ্যজনকভাবে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন শামিমা (৫)। এরপর উইকেটে আসেন সোবহানা মাস্তুরী। ভালো শুরুর পর ফিরে যান তিনিও (১৬)।
পরে বাইশ গজে আসেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। এরপর মুর্শিদা, স্বর্ণা, সুলতানা ও রিতুর সঙ্গে ছোট ছোট জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জ্যোতি।
এদিন পাকিস্তানের হয়ে একটি করে উইকেট শিকার করেন ডায়ানা বেগ, নাসরা সন্ধু ও উম্মে-ই-হানি।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করে সফরকারী পাকিস্তান। বড় সংগ্রহের লক্ষ্যে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তবে বিসমাহ মারুফ, মুনিবা আলী ও নিদা দারের ব্যাটে পাকিস্তানের ইনিংস থামে ৮২ রানে।
এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন নাহিদা আক্তার।