অপরাধ

সুন্দরগঞ্জে প্রতিমা ভাংচুরের অভিযোগে ভবেশ চন্দ্র দাস গ্রেপ্তার

  এ বি সিদ্দিক, উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা: ৫ অক্টোবর ২০২৪ , ৭:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিমা ভাংচুরের ঘটনায় অভিযুক্ত যুবক ভবেশ চন্দ্র দাশকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মামুনুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তারাপুর ইউনিয়নের কালীডাঙ্গা দাশপাড়াস্থ নিজ বাড়ি থেকে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ ভবেশ চন্দ্রকে গ্রেপ্তার করেন। সে ঐ গ্রামের খিতিশ চন্দ্র দাশের ছেলে। ভবেশ চন্দ্র গত বৃহস্পতিবার (২ অক্টোবর) উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের দারগা খামার দাশপাড়া শারদীয় দুর্গামণ্ডপে দেবতা লক্ষ্মী ও অশুরসহ কয়েকটি মূর্তি ভাংচুর করে পালিয়ে যায়। মণ্ডপের পূজা কমিটির সভাপতি ও শ্রীপুর ইউপি সদস্য পুস্প চন্দ্র দাশ জানান, প্রতিমা ভাংচুর করে পালিয়ে গিয়ে ভবেশ চন্দ্র দাশ মোবাইলফোণে জানানোর পর বিষয়টি নিশ্চিত হই। সে তার বউ ফেরৎ না পেলে জ্বালাও-পোড়াও করার হুমকীও দেয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আল্পনা রাণী গোস্বামী জানান, ভবেশ চন্দ্র দাশ মাতাল প্রকৃতির হওয়ায় তার স্ত্রী ইতঃপূর্বে তাকে তালাক দিয়ে দারগার খামার গ্রামের ফুলবাবু চন্দ্র দাশ নামে এক যুবকের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। তারা স্বামী-স্ত্রী দু’জনই ঢাকায় থাকেন। এরপর থেকে ভবেশ চন্দ্র দাশের মাতলামী আরো বেড়ে গেছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার বাবলু বলেন- অন্যায় কাজের জন্য সাজা হোক- এটাই প্রত্যাশা।
একাধিক তথ্যসূত্র জানায়, ভবেশ চন্দ্র দাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতঃপূর্বে আরো মামলা হয়েছে। মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন- সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করে ভবেশ চন্দ্র দাশকে আদালতে পাঠানো হয়েছে।