বিবিধ

সুন্দরগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস’র যাত্রা বিরতির দাবী

  আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ ১৫ জুন ২০২৪ , ৭:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে ষ্টেশনে বুড়িমারী এক্সপ্রেস’র যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন ও গণ অবস্থান পালন করেছেন এলাকাবাসী।
শনিবার (১৫ জুন) দুপুরে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচীতে আন্দোলনরত জনতার দাবীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ্ নাহিদ নিগার সাগর (তথ্য-প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য)। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারী। কর্মসূচী চলাকালে সভাপতিত্ব করেন- বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। এতে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজনু হিরো, বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম, ইউপি সদস্য রানু মিয়া, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ্ আল-মেহেদী রাসেল, মোহনা পাঠাগারের সভাপতি রাশেদুজ্জামান রাসেল, গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান হাবীব প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সাবেক ছাত্রলীগ নেতা বিষ্ণু রাম রায়।
কর্মসূচীতে সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, রংপুরের মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ঢাকা-লালমনিরহাট রুটে সম্প্রতি চলাচল শুরু করা বুড়িমারী এক্সপ্রেস নামে আন্তঃনগর ট্রেনটি বামনডাঙ্গা রেলওয়ে ষ্টেশনে যত্রাবিরতির দাবীতে গত ১২ মার্চ রাত থেকে স্থানীয় জনসাধারণ বহুমূখী আন্দোলন কর্মসূচী পালন করছেন। ইতঃপূর্বে স্থানীয় সাংসদ ও রেলওয়ের উচ্চ পর্যায় থেকে আশ্বস্ত করার ৩ মাস অতিক্রান্ত হলেও ইতিবাচক পদক্ষেপ গৃহীত হয়নি। ফলে আবারো আন্দোলন শুরু করে বক্তারা ঘোষণা করে বলেন, অবিলম্বে এ দাবী না মানা হলে বৃহত্তর আন্দোলন চলবে।