অপরাধ

সুন্দরগঞ্জে বৃদ্ধার মৃত্যুতে গ্রেপ্তার-৭

  সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: ১৭ মার্চ ২০২৫ , ৯:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

গাইবান্ধার সুন্দরগঞ্জে ছাবিরন বেগম (৬৫) নামে এক বৃদ্ধা হাসপাতালে চাকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় প্রতিপক্ষের ৭জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মৃত বৃদ্ধা ছাবিরন বেগম উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের আকালু শেখের স্ত্রী।
জানা যায়, সোমবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চাকিৎসাধীন অবস্থায় ছাবিরন বেগম নামে ঐ বৃদ্ধার মৃত্যু হয়। জানতে পেয়ে বৃদ্ধার স্বজনরা ঘুমন্ত থাকা প্রতিপক্ষের ঘর-বাড়ির দরজা তালারুদ্ধ করে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেন। এ ঘটনায় প্রশাসনের পক্ষে থেকে আটক ৭জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উক্ত পাঁচগাছী শান্তিরাম গ্রামের আঃ হামিদের ছেলে আঃ মজিদ (৫৯), দছিজল হক (৫৫), আলম মিয়া (৫০), শরিফ উদ্দিনের ছেলে হযরত আলী (৭০), শাহজাহান কবির ওরফে মিঠু (৪৮), দছিজলের ছেলে আক্তারুজ্জামান (২৫) ও আলম মিয়ার ছেলে নবিরুজ্জামান (১৪)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আঃ মজিদ চেয়ারম্যান গংয়ের সঙ্গে ছাবিরানের স্বামী আকালু গংয়ের জমি নিয়ে বিরোধ অতঃপর মামলা চলে আসছে। কিছুদিন আগেও একটি শিশুকে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে প্রশাসনের তৎপরতা চলমান। এসব ঘটনায় প্রতিনিয়তই দু’পক্ষের ঝগড়া-বিবাদ লেগেই থাকে। এরই একপর্যায়ে রবিবার (১৬ মার্চ) বিকালে সামান্য কথা কাটাকাটি হয়। এরপর স্বজনরা ঐ বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছাবিরান মারা যান। এ ঘটনায় ছাবিরানের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে নাম উল্লেখ পূর্বক ২২জনসহ অজ্ঞাত নামা আরো কয়েকজনকে আসামী করে থানায় হত্যা মামলা করেন। এ মামলায় অভিনব কৌশলে গ্রেপ্তারকৃ প্রতিপক্ষের ৭জনকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন- সুরুতহাল রিপোর্ট প্রস্তুতির পর ময়না তদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ এ সংক্রান্ত হত্যা মামলা ও ৭জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।