সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: ৫ ডিসেম্বর ২০২৪ , ৬:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা কর্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ সাধারণ সভা শেষে ৩টি পদে ৭জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এতে পৌর বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল চেয়ারম্যান পদে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে ওমর ফারুক ও পরিচালক পদে (যথাক্রমে) মাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, মাশরাফুল ইসলাম, তাহেরা বেগম, মমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এরআগে বিআরডিবি’র আওতাধীন উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র ত্রি-বার্ষিক মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মনিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপি’র আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া নিপন, যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার প্রমূখ।