আ. লীগের কর্মসূচি

স্বতন্ত্র ইস্যুতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ১৭ ডিসেম্বরের পর : বাহাউদ্দিন নাছিম

  সদরুল আইন, স্টাফ রিপোর্টার ৩ ডিসেম্বর ২০২৩ , ৮:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

আগামী ১৭ ডিসেম্বরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরে নিজ বাড়িতে কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বাহাউদ্দিন নাছিম বলেন, এবারের নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। ফলে এবার ২৯টি দলের দুই হাজারের বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

তবে বিএনপি না আসায় কিছুই করার নেই। কিন্তু নির্বাচনে বিএনপির অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে অংশ নিচ্ছেন। অনেক হেবিওয়েট প্রার্থী নৌকা নিয়েও নির্বাচন করছেন। এতে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকবে না।

এ সময় আরও ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিস হোসেন ইয়াদ প্রমুখ।