চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৪ , ২:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
হটাৎ করেই কুয়াশার চাদরে ঢেকে গেছে গোটা কুড়িগ্রাম চিলমারী উপজেলা। এখন থেকে কমতে শুরু হয়েছে দিনের তাপমাত্রা। এদিকে সকালে ঘন কুয়াশার থাকায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, শনিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ দিন সকাল ১১ টার পর সূর্যের দেখা পাওয়া গেলেও অন্যদিনের তুলনায় তাপমাত্রা অনেক কম। উত্তরীয় হিমেল হাওয়ায় বেশি কষ্ট পাচ্ছেন নদনদী তীরবর্তী চর ও দ্বীপ চরের মানুষ। কাজে যেতে না পারায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়া উপেক্ষা করে কেউ কেউ বের হচ্ছে না।
কৃষক মাজেদুল ইসলাম বলেন, শীত বেশি পড়ায় ঠান্ডার প্রকোপ বেড়েছে। সকালে শীত বেশি হওয়ায় কাজে যেতে পানি নি৷
রিক্সা চালক আমিনুল হক বলেন, সকালে বের হয়েছি, কিন্তু কুয়াশা বেশি থাকায় যাত্রি পাওয়া যাচ্ছে না। কুয়াশার কারণে গাড়ির লাইট জ্বালাতে হচ্ছে।
এবিষয়ে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলায় তাপমাত্রা আপাতত কমার সম্ভাবনা নেই।