এস এম রাফি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৪৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়ার হারাগাছে বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় মৃত বীর মুক্তিযোদ্ধারে বৃদ্ধ স্ত্রীর
মৃত্যু হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হারাগাছ পৌরসভার বানুপাড়া শহীদ ভাটা এলাকায় হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম (৫৬) রংপুর সিটি কর্পোরেশনের ৮ নাম্বারের তপধন শহীদ আবাসনের মৃত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, সকাল ৭ টার দিকে ওই বৃদ্ধ মহিলা হারাগাছ রংপুর সড়কের দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় হারাগাছ ধুমগাড়া চর থেকে বালু ভর্তি একটি ড্রাম ট্রাক রংপুর শহরে যাওয়ার পথে বানুপাড়া শহীদ ভাটা এলাকায় ওভারটেক করার সময় একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে ফেলে দেয়। এ ঘটনার পর বালু ভর্তি ড্রাম ট্রাকটি রাস্তার পাশে পথচারী ওই মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই মহিলা মারা যায়।
উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ট্রাক ও তার চালককে আটক করা যায়নি। তবে পুলিশ এ বিষয়ে কাজ করছে।