এস এম রাফি ৬ জানুয়ারি ২০২৩ , ৭:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরঃ ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলি হাকিমপুরে জাতীয় শিক্ষাক্রম ২০২১ বিষয়ে শিক্ষকদের নিয়ে ৫ দিন ব্যাপি বিষয় ভিত্তিক শিক্ষক প্রক্ষিণ শুরু হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ উইং এর আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলার নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
এসময় সেখানে উপজেলা নির্বাহী অফিসার নুর- এ আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আসিব ইকবার, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন অনেকে উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসিফ ইকবাল জানান, জাতীয় শিক্ষাক্রর ২০২১ রুপ রেখার বাংলা ও ইংরেজীসহ ১১ টি বিষয়ে হাকিমপুর ও পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার মোট ৪৪০ শিক্ষক অংশ গ্রহণ করেন। এবং ৩৩ জন দক্ষ মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ প্রদান করছেন।