বিএনপির কর্মসূচি

৬ থেকে ৮ জানুয়ারি ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

  অনলাইন ডেস্ক ৪ জানুয়ারি ২০২৪ , ৫:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জাতীয় নির্বাচন ভোটের আগে সরকার পতনের একদফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ৬ জানুয়ারি সকাল ৬ টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬ টা পর্যন্ত টানা ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী ৭ জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করতে দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাই।

রুহুল কবির বলেন, একতরফা নির্বাচনে সরকার নিজেরা নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে। গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। আমি এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এরআগে,আজ দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন করতে, আগামীকাল (শুক্রবার) ’বিএনপি’ ঢাকাসহ সারা দেশে মিছিল ও গণসংযোগ করবে বলে ঘোষণা দেন।