বিবিধ

  এস এম রাফি ৪ জানুয়ারি ২০২৩ , ৩:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় বাণিজ্যিক ভাবে বারি ফোর আমের বাগান করে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখেন সাংবাদিক  মোশাররফ

জহির রায়হান কাউনিয়া( রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার নিজপাড়া নতুন মাঠেরপাড় গ্রামে এই প্রথম তিন বিঘা জমিতে বাণিজ্যিক ভাবে বারি -৪ জাতের আমের বাগান করেছে সাংবাদিক মোশাররফ হোসেন। তিনি আমের মৌসুমে এ বাগান থেকে ১ লক্ষ টাকা আয় করার আশা স্বপ্ন দেখছেন।
মোশাররফ হোসেন জানান তিনি প্রাথমিক ভাবে তিন বিঘা জমিতে বারি-৪ জাতের আমের বাগান করেছেন। এতে তার খরচ হয়েছে ৭৪ হাজার টাকা। আমের মৌসুমে তিনি ১ লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছেন। তিনি পর্যায় ক্রমে ২০ একর জমিতে বারি ফোর ও কাটিমন জাতের বারো মাসি আমের বাগান সম্প্রসারিত করবেন।
তিনি বিভিন্ন এলাকার আম বাগান ঘুরে দেখে আম চাষে উৎসাহিত হন। তিনি আম চাষে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আম চারা রোপন ও পরিচর্যা করছেন। এছাড়াও তিনি আম বাগানে সাথী ফসল হিসেবে বিভিন্ন সবজি চাষও করেছেন।
উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন বলেন বারিফোর জাতের আম চাষ বেশ লাভজনক। নিয়মিত পরিচর্যা,সেচ ও মুকুল আশার সময় স্প্রে করতে পারলে ভাল ফলন ও কৃষক লাভবান হবেন।