মুন্সীগঞ্জ প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
শ্রীনগরে স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা চলাকা়লে নিজ স্কুলের মেয়েদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোঃ নিরব হোসেন(১৭) নামে এক এসএসসি পরিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার(৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাগ্যকুলে ইউনিয়নের কামারগাঁও প্রাথমিক বিদ্যালয়ে এই হত্যার ঘটনা ঘটেছে।
নিহত কিশোরের নাম মোঃ নিরব হোসেন(১৭)। নিরব উপজেলার মধ্যকামারগাঁও এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,
বুধবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলছিল। সে সময় বিদ্যালয়ে গেটের বাহিরে কয়েকজন মেয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিল পাশের কামারগাও নয়াবাড়ী ও মাঘডাল গ্রামের বহিরাগত তরুণ আরিফিন,শাহিনসহ আরো কয়েকজন। বিষয়টিতে প্রতিবাদ করে নীরব, কাজী ওহিদুল ও সাব্বির নামে তিনজন। ওই সময় এ দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতি হয়। স্থানীয়রা তাদের ঝগড়া থামিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেন।
শুক্রবার বিকেলে কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনারে বসেছিল নিরব,ওহিদুল ওরফে অহি। বৃহস্পতিবারের ঘটনার জের ধরে আরেফিন, শাহীনসহ আরো ১০ থেকে ১২ জন নিরবদের উপর হামলা চালায়। সে সময় ওহিদুল ওরফে অহি পালিয়ে যায়। পরে নিরবকে ছুরি দিয়ে বুকে আঘাত করে বিদ্যালয়ের পাশের নাগর নন্দী খালে ফেলে পালিয়ে যায় ঘাতকরা। স্থানীয়রা নিরবকে হাসপাতালে নিয়ে যায়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোঃ আব্দুল্লাহ জানান, সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তরুণ মারা গিয়েছিল। ওই তরুণের বুকে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়টির সভাপতি ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মনোয়ার হেসেন বৃহস্পতিবার ঘটনার বর্ণনা দিয়ে জানালেন আরেফিনরা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। গতকালকের জের ধরে আজকে নিরব কে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ওই আরেফিনরা খুবই ভয়ঙ্কর। কয়েক মাস আগে ভাগ্যকুল চরে একটি হত্যাকান্ড হয়েছিল। সে হত্যাকাণ্ডের সঙ্গেও আরেফিনরা জড়িতরা।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্-আল-তায়েবীর বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা থেকে এ হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে।তবে কি নিয়ে শত্রুতা এ বিষয়ে তদন্ত চলছে। যাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে সবাই সম-বয়সী। তবে তারা গ্যাংয়ের সঙ্গে জড়িত কিনা সে বিষয়টি নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, নিহতের ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ জড়িতদের গ্রেফতারের অভিযান চালাচ্ছে।