বিবিধ

কাউনিয়ায় লক্ষ্য মাত্রার চেয়ে ২০ হেক্টর জমিতে গম চাষ

  এস এম রাফি ৩১ জানুয়ারি ২০২৩ , ৪:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- কাউনিয়া উপজেলার একটি পৌর সভা সহ ছয়টি ইউনিয়নে চলতি মৌসুমে তামাকের বিকল্প ফসল হিসেবে ২৫০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। আবাহাওয়া অনুকুলে থাকায় কৃষক বাম্পার ফলনের আশা করছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চলের গমের বেশী চাষ হয়েছে। গদাই গ্রামের কৃষক আলামিন,পাঞ্জরভাঙ্গা গ্রামের আনারুল জানায় আগে তারা অধিক লাভের আশার তিস্তার চওে তামাক চাষ করতো। এখন কৃষি বিভাগের পরামর্শে তামাকের বিকল্প হিসেবে তারা গমসহ অনান্য ফসল চাষ করছে বর্তমানে আবাদের যে অবস্থা তাতে তারা বাম্পার ফলনের আশা করছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন জানান চলতি মৌসুমে উপজেলায় ২৩০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, অর্জন হয়েছে ২৫০ হেক্টর জমিতে। এর মধ্যে বারি ২৫, বারি ২৬ ও দেশী জাতের গম চাষ হয়েছে। এছারা সরকারীভাবে ৮০০ চাষিকে প্রনদনায় আওতায় এনে বীজ সার প্রদান করা হয়েচে। কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করার পাশাপাশি গম সহ বিভিন্ন ফসল চাষের পরামর্শ প্রদান করা হচ্ছে। চলতি মৌসুমে আবাহাওয়া অনুকুলে থাকায় রোগবালাই তেমন একটা হয় নি ফলে বাম্পার ফলন আশা করছি।