এস এম রাফি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া বালিকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম কোম্পানি কমান্ডার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ, বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দিপ্তী রাণী,সহকারী শিক্ষক হাসনা পারভীন মুক্তি, মতিয়ার রহমান, অভয় চন্দ্র বর্মন, তানজিন সুলতানা, শহিদুল ইসলাম,প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, সোহেলী, আব্দুল জলিল প্রমূখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।