বিবিধ

চিলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৫ জুন ২০২৫ , ৯:০৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

চিলমারী উপজেলার চিলমারীতে বন্যার পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশু মারা গিয়েছে।

৫ জুন, বুধবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা গ্রামে ঘটনাটি ঘটেছে। এরপর ওই দিন বিকেল ৫টায় বাড়ি পাশে ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ওই শিশুর নাম মো: ইব্রাহিম খলিল (৪)। শিশুটি ওই এলাকার মো:সামিনুল ইসলামের পুত্র।

সরেজমিনে ওই শিশুর বাড়িতে গিয়ে জানা গেছে, আজ বিকেল ৩টার পর থেকে ওই শিশুকে বাড়িতে দেখা মেলেনি। এক পর্যায়ে পরিবারের সকলেই অনেক খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে সকলের মনে সন্দেহ হলে বাড়ির পাশের বন্যার পানিতে ডুবে যাওয়া ডোবায় নেমে খোঁজাখুঁজি করার পর ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।