বিবিধ

সারওয়ার সভাপতি, কুদ্দুছ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব কাউনিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

  এস এম রাফি ১ এপ্রিল ২০২৩ , ৭:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- বাংলাদেশ প্রেসক্লাব কাউনিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সন্মেলন ২০২৩ কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হলে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার সভাপতি মোঃ সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টাসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার সহসভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোঃ নুর-ই-রাব্বী। অমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মুশি,বাংলাদেশ যুব মহিলা লীগ উপজেলা শাখার সভানেত্রী হাসনা পারভীন মুক্তি, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সদস্য মোঃ জহির রায়হান, সাইফুল ইসলাম, নিতাই রায়, আশরাফুল হাবীব তুষার, জসিম সরকার, আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান প্রমূখ। পরে মোঃ সারওয়ার আলম মুকুল কে সভাপতি, মোস্তাক আহমেদ কে সহ সভাপতি, মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া কে সাধারণ সম্পাদক ও মোঃ জহির রায়হান কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রেসক্লাব কাউনিয়া উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।