তাদের ফাঁসাতে ওই বিদ্যালয়ের দমিদাতার নাম ফলক ভাঙ্গচুর ও বিদ্যালয় মাঠের সাতটি গাছ রাতের-আঁধারে কেটে নিয়ে যায় দূর্বৃত্তরা। সেগুলোকে কেন্দ্র করে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি মাঈনুল আরেফীন চৌধুরীর বাড়িতে হামলা চালায় তৌহিদুর রহমান তৌহিদসহ তার বাহিনীরা। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনেন।
ওই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নীলফামারী শহরের দরবেশপাড়া বাগানবাড়ীতে সংবাদ সম্মেলন করেন বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি মাঈনুল আরেফীন চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানান, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনকে বাঞ্চালের জন্য নানান ফন্দি করছেন সাবেক সভাপতি এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদের মিথ্যা ও মামলা দিয়ে হয়রানি করছেন তারা।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস সালাম, নিতাই ইউনিয়নের সাবেক ইউপি সচিব শাহাজাহান আলী, স্থানীয় বাসিন্দা শওকত হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।