সারাদেশ

নীলফামারীতে শিল্পীর তুলির আঁচরে সেজে উঠেছেন দেবী দুর্গা

  এস এম রাফি ১৯ অক্টোবর ২০২৩ , ৭:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজা আর এ উৎসবকে ঘিরে নীলফামারীতে জমে উঠেছে পূজামন্ডপ গুলো।

এদিকে দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে নীলফামারীর মন্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ।

শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙ-ঢঙে। পূজা ঘনিয়ে আসায় এখন রাত-দিন ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি প্রতিমাকে রঙ-তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত শিল্পীরা। চলছে সাজ-সজ্জার কাজও। দেবী দুর্গার সঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। যেন দম ফেলার ফুসরত নেই মৃৎশিল্পীদের।

এ বছরে নীলফামারী জেলায় মোট ৮৮৭ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজার উৎসব অনুষ্ঠিত হবে।

এর মধ্যে জেলা সদরে পৌরসভাসহ ২৮৬ টি, সৈয়দপুর পৌরসভাসহ ৮২ টি, ডোমারে ১০৫ টি, ডিমলায় ৭৬ টি, জলঢাকায় ১৯০ টি ও কিশোরগঞ্জ উপজেলায় ১৪৮ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজার উৎসব অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে নীলফামারীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র‍্যাব-১৩ কমান্ডার আরাফাত ইসলাম।

র‍্যাব-১৩ কমান্ডার আরাফাত ইসলাম বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে পর্যবেক্ষণ করবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিতে পূজা উদযাপন করতে পারে এবং কোথাও কোন বিশৃঙ্খলা না ঘটে সেদিকে কঠোর নজরদারি থাকবে।”

এ বিষেয়ে নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর জানান, “আসন্ন পূজা কে সামনে রেখে সব ধরনের নিরাপত্তা পরিস্থিতি সম্মত করা হয়েছে। আইনশৃংখলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সনাতন ধর্মের এ প্রধান উৎসবে যাতে কোনও ধরনের বিশৃংখলা না হয়, সেজন্য পূজা উদযাপনে জেলা পুলিশ ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, আসন্ন দূর্গাপূজায় জেলায় ৮৮৭ টি মন্ডোপ প্রস্তুত করা হচ্ছে। নিরাপত্তার জন্য মন্ডপগুলোকে তিন স্তরে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ১৫১ টি, অধিক গুরুত্বপূর্ণ ১৬৯ টি এবং বাকি গুলো হচ্ছে সাধারণ। সকল পূজা মন্ডপে সিসিটিভি নিশ্চিত করা হচ্ছে।