বিনোদন

বাংলাদেশ দলে জায়েদ খান!

  এস এম রাফি ২৫ অক্টোবর ২০২৩ , ৩:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জায়েদ খান নিজের চলচিত্রের জন্য যতটা না আলোচনায় থাকেন এর থেকেও বেশি আলোচনায় থাকেন নিজের উদ্ভট মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য। সম্প্রতি বিশ্বকাপে বাংলাদেশ সাউথ আফ্রিকার কাছে ১৪৯ রানে হারার পর নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করে আবারও আলোচনায় এলেন ঢাকাই সিনেমার এই নায়ক।

সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে ৪ টি ছবি শেয়ার করেছেন জায়েদ খান। যেখানে দেখা গেছে এই নায়ককে বাংলাদেশের জার্সি পড়ে বিভিন্ন পোজ দিতে। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেন ”মাঠে আমারই যেতে হবে।”

মূলত এই পোস্টটির পর থেকেই নেটিজেনরা কমেন্ট বক্সে বিভিন্ন ধরণের মন্তব্য করছেন। একজন ব্যবহারকারী লিখেন, আপনাকে আর হিরো আলমকে দিয়ে ওপেনিং শুরু করা হোক। নিশিতা নামের একজন ব্যবহারকারী লিখেন ”আপনাকে ছাড়া সেমিতে উঠার কোনো সম্ভাবনা নাই”। অনেকেই মন্তব্য করেছেন তাহলে কি বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে জায়েদ খানকে।

তবে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেকটা খোঁচা মেরেই যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটা অনেক ভক্তই বুঝেছেন।

সূত্র: জনকণ্ঠ