uadmin ৩০ অক্টোবর ২০২৩ , ৪:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে কতটি প্রতিষ্ঠানকে কী পরিমাণ আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে সেটি উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু, সরকার দাম নির্ধারণ করার পর দাম না কমে বরং দিন দিন বাড়ছে।
বর্তমানে আলু সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দামে, প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
যদিও বাজারে আলুর সংকট এবং দাম বৃদ্ধির পর ইতিমধ্যে আলু আমদানির আগ্রহ দেখিয়ে এক প্রায় এক ডজন প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে।