এস এম রাফি ১ নভেম্বর ২০২৩ , ৫:০৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধি কাউনিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় যুব দিবস-২০২৩ পালন অনুষ্ঠানে কাউনিয়া ইউথ-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও) কে এ বছর শ্রেষ্ঠ সংগঠন হিসেবে মনোনিত করে বুধবার দুপুরে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিদুল ইসলাম হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সামছুজ্জামান আজাদ,সংগঠনের সদস্য মিষ্ঠার আলম, এসময় সংগঠনের পক্ষে ক্রেষ্ট গ্রহণ করেন সংগঠনের পরিচালক (প্রশাসন) মোছা. কামরুন নাহার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিষদের সদস্য সচিব সোহেল রানা প্রমূখ।