সারাদেশ

পত্নীতলায় ব্র্যাকের বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

  uadmin ১ নভেম্বর ২০২৩ , ৭:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর সহযোগিতায় উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইউএনও রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, ব্র্যাকের ডিপুটি ম্যানেজার (সেলপ) এস.এম শরিফুল আলম, ব্র্যাকের এ্যসোসিয়েট অফিসার (সেলপ) সীমা পারভীন প্রমুখ।

এসময় স্থানীয় সংবাদকর্মী, শিক্ষক ও শিক্ষার্থী, কাজী, ইমাম, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।