সারাদেশ

বিএনপির অবরোধের প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ ও শান্তি সমাবেশ

  এস এম রাফি ২ নভেম্বর ২০২৩ , ৭:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

 

জহির রায়হান কাউনিয়া ( রংপুর) প্রতিনিধি বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস,হামলা ভাংচুর, হরতাল, অবরোধ ও পুলিশ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কাউনিয়া উপজেলা ৯০ দশকের সাবেক ছাত্র লীগ,যুবলীগ ও আওয়ামী লীগের পদ বঞ্চিত নেতা কর্মীদের ব্যানারে গালর্স স্কুলে মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পদ বঞ্চিত আওয়ামী লীগ নেতা মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও  কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম,সদস্য হাবিবুর রহমান, বালাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক দিলদার আলী,যুব মহিলা লীগের সভানেত্রী হাসনা, পারভীন মুক্তি,আওয়ামী লীগ নেতা শাহজালাল, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মনজুর আলম, যুবলীগ নেতা ইউসুফ আলী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর নাহার রানী, যুবলীগ নেতা  আব্দুল লতিফ, ডালিম  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত বর্মন প্রমূখ। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সকাল থেকে দুপুর পর্যন্ত গালর্স স্কুল মোড়ে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করে। বক্তারা অবিলম্বে অগ্নি সন্ত্রাস,আওয়ামী লীগ নেতা ও পুলিশ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।