এস এম রাফি ৬ নভেম্বর ২০২৩ , ৩:৩৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া ব্রাক যক্ষা নিয়ন্ত্রন কর্মসুচির আওতায় টিভি, ম্যালেরিয়া, ও যক্ষা’র উপরে নন গ্রাজুয়েশন (পি পি এস) ফার্মাসিষ্ট/ভিলেজ ডাক্তার ও মেডিকেল রিপ্রেজেনটেটিভদের কে নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৬ নভেম্বর) সকালে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচী ও ব্রাক এর আয়োজনে উপজেলার ব্রাক অফিস সেমিনার কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় উপজেলা যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি প্রোগ্রাম অফিসার শাহজাহান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাদিকাতুল তাহেরিন। এসময় টিভি, ম্যালেরিয়া, যক্ষা’র উপরে আলোচলা করেন ডাঃ মোঃ সাব্বির আহমেদ এমওডিসি (রোগ নিয়ন্ত্রন অফিসার) কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেক্স।এসময় আরো উপস্থিত ছিলেন যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির ব্রাকের উপজেলা সমন্বায়ক মোঃ সামসুজ্জামান শিমুল, সংগঠক উপজেলা সুরুজ খান, মাঠ সংগঠক মুক্তা রায়, ঊষা রাণী সহ ওরিয়েন্টেশন সভায়, স্বাস্থ্যকর্মী, ফার্মাসিষ্ট/ভিলেজ ডাক্তার ও মেডিকেল রিপ্রেজেনটেটিভরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা উপজেলায় টিভি, ম্যালেরিয়া যক্ষা বিষয়ের লক্ষন, নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।