এস এম রাফি ৯ নভেম্বর ২০২৩ , ৫:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির (জেপি) সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি রুহুল আমিনের গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনব্যাপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামে গণসংযোগ ও সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন সাধারণ মানুষের কাছে।
উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার, রৌমারী সদর ইউনিয়নের চুলিয়ার বাজার, ইজলামারী, গোয়ালগ্রাম বাজার, বড় মাদারটিলাম চাক্তাবাড়ি, রৌমারী কলেজপাড়া, বাজার, শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজার, টালুয়ারচর, বন্দবড়ে ইউনিয়নের খঞ্জনমারা, বাগুয়ারচর, চরশৌলমারী ইউনিয়নের পাখীউড়া বাজার, শেখের বাজার, চরশৌলমারী বাজার, কাজাইকাটা, খড়ানীর চর, শান্তির চর, গেন্দার আলগা বাজার, সোনাপুর বাজার, ফুলকার চর, মিয়ারচর, দাঁতভাঙ্গা ইউনিয়নের হাজীরহাট বাজার, কায়েম টাপুর চর, দাঁতভাঙ্গা বাজার, গণসংযোগ করেন।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দোয়া চান। এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা জেপির নেতা রেজাউল ইসলাম রেজা, বাবলু মিয়া, রৌমারী সদর ইউপি সদস্য ফিরোজ মিয়া, ইসমাইল হোসেন, রাজিবপুর উপজেলা জাতীয়পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ সরদার, মোহনগঞ্জ ইউনিয়ন জেপি নেতা সানোয়ার হোসেন প্রমুখ।
স্থানীয়রা সাবেক এমপি রুহুল আমিনের সময়ে বাস্তবায়িত হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁকে অনেক দিন পর কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান অনেকে। গণসংযোগের সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি রুহুল আমিন বলেন, গণসংযোগে সাধারণ ভোটারের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আশা রাখি নির্বাচনে এলাকার সাধারণ ভোটার আমার পাশে থাকবেন এবং আমি মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হবো,ইনশাল্লাহ।