সারাদেশ

শ্রীনগরে অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে পরিবারের সবাই

  এম এ কাইয়ুম মাইজভান্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ১:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বেশ কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেছে একটি পরিবার।

গত ১৫দিন পূর্বে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর বালাশুর নতুন বাজার খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী হারুন বেপারী বাদী হয়ে শ্রীনগর থানায় আত্মগোপনে থাকা নাইস আক্তার ও তার পরিবারকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী হারুন বেপারীর অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর বালাশুর নতুন বাজার খালপাড় এলাকার নাইস আক্তার পরিচিতির সুবাদে তাদের পরিবারের নগদ কতক টাকার প্রয়োজনে ভুক্তভোগীর কাছে টাকা ধার চায়। গত ১১ জুলাই চার মাসের লিখিত চুক্তিতে নাইস আক্তারের ঘরসহ ঘরের থাকা আসবাবপত্র জিম্মায় রেখে আড়াই লক্ষ টাকা নেন।পরবর্তীতে চার মাস সময় অতিবাহিত হওয়ার পর ভুক্তভোগী তার টাকা চাইতে গিয়ে দেখে নাইস আক্তার ঘরবাড়ী তালাবদ্ধ করে রেখে টাকা না দিয়ে পরিবারের সকলকে নিয়ে কোথায় যেন আত্মগোপনে চলে যায়।

স্থানীয় ভাবে আরো জানা যায়, নাইস আক্তার ব্যবসার কথা বলে বিভিন্ন এনজিওসহ ঐ এলাকার কয়েক জনের কাছ থেকে টাকা ধার ও ঋণ নিয়ে তা আর ফেরত না দিয়ে আত্মগোগনে চলে যায় বলেও এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

রাঢ়ীখাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে কোন পক্ষ আমার কাছে আসেনি এবং আমি কোন কিছু জানিও না।

শ্রীনগর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক(এএসআই) মোতালেব বলেন, এই ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।