মো. এমদাদুল হক, বগুড়া ১৫ নভেম্বর ২০২৩ , ৫:৩২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বগুড়ার নন্দীগ্রামে বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মানে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গত ২৭/১০/২৩ইং তারিখে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন।
নন্দীগ্রাম পৌর এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে তারেকুল ইসলাম (নয়ন) বাদী হয়ে গত ১১/১০/২৩ তারিখে বগুড়া সহকারী জজ আদালতে উক্ত যাত্রী ছাউনি নির্মানের বিরুদ্ধে মামলা নং ২১৩/২৩ দায়ের করেন। মামলায় বাদীর বক্তব্য পর্যালোচনা করে আদালত এই অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। নিষেধাজ্ঞায় বলা হয়, আগামী ২৬/১১/২০২৩ইং তারিখ পর্যন্ত অথবা ইতিমধ্যে বিবাদী পক্ষ আপত্তি শুনানী অন্তে আদেশ না হওয়া পর্যন্ত (যাহা আগে ঘটে) স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হইলো।
বিষয়টি নিয়ে মামলার বাদী তারেকুল ইসলাম (নয়ন) এর সাথে কথা বললে তিনি বলেন, আমার মার্কেটের সামনে উক্ত যাত্রী ছাউনি নির্মান হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবে। আর এই কারনেই উক্ত জায়গায় যাত্রী ছাউনি নির্মান বন্ধে আদালতের শরনাপন্ন হয়েছি।
নিষেধাজ্ঞার বিষয়ে উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহ নেওয়াজ এর সাথে কথা বললে তিনি বলেন, সড়ক বিভাগের জায়গাতেই যাত্রী ছাউনি হচ্ছে,এই জায়গাতে নিষেধাজ্ঞা নাই। এই জায়গার দাগে মামলা হয়নি, বর্তমান যেখানে যাত্রী ছাউনি হচ্ছে।
ওই জায়গায় যাত্রী ছাউনি হলে তার একটু আপত্তি থাকে। কারণ তার দোকান ঘর পেছনে পড়ে যাবে তাই অভিযোগ করেছে পরবর্তীতে মামলা হয়েছে।তবে আদালতের নিষেধাজ্ঞা পেয়ে আপাতত ব্যক্তিগতভাবে ঠিকাদারকে যাত্রী ছাউনি নির্মান কাজ বন্ধ করতে বলছি ।যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে কাজ শুরু হবে।