কুড়িগ্রাম প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ১০:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কুড়িগ্রামে আনন্দ মিছিল বের করেছে জেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্র লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার পর আনন্দ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগের অফিস চত্বরে পথসভার আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা আব্রাহাম লিংকন, মোস্তাফিজার রহমান সাজু, আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
এসময় বক্তরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানান এবং রাজপথে থেকে বিএনপি ও জামায়াতের সকল নৈরাজ্যের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাবের পাশাপাশি আগামী নির্বাচনে নৌকার বিজয়কে ত্বরান্বিত করার আহবান জানান।