আন্তর্জাতিক

রাত থেকে বন্ধ গাজার যোগাযোগব্যবস্থা

  আন্তর্জাতিক ডেস্ক ১৭ নভেম্বর ২০২৩ , ১০:৪১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

বন্ধ হয়ে গেছে গাজার সব ধরনের যোগাযোগব্যবস্থা। অবরুদ্ধ এ উপত্যকায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত থেকে কোনো ইন্টারনেট বা মোবাইল সংযোগও নেই। শুক্রবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে। কেননা গাজায় জ্বালানি সংকট রয়েছে। পুনরায় জ্বালানির ব্যবস্থা না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে।

মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান ফ্যালটেল জানিয়েছে, তাদের কাছে কোনো জ্বালানি নেই। ফলে গাজায় ইন্টারনেট নেই। এ ছাড়া সেখানকার ল্যান্ডফোনের নেটওয়ার্কও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

গাজায় এখন পর্যন্ত মিশর সীমান্ত দিয়ে ২৫ হাজার লিটার জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এ জ্বালানি সেখানকার জরুরি যাতায়াতব্যবস্থার প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে।

গত ২৮ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এদিন সেখানে তীব্র বোমাবর্ষণের কারণে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হয়। এরপর গাজায় সব জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। সবশেষ গত বুধবার থেকে গাজায় জ্বালানি প্রবেশ করতে দেয় তারা। তবে জানানো হয়, জ্বালানির এ চালান কেবল জাতিসংঘের ত্রাণবাহী গাড়ি ব্যবহার করতে পারবে। ফলে জ্বালানি সংকটের কারণে সেখানে অন্যান্য পরিসেবার মতো যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে।