সারাদেশ

চিলমারীতে ফেরি করে চিতল মাছ বিক্রি

  এস এম রাফি, চিলমারী (কুড়িগ্রাম) ১৭ নভেম্বর ২০২৩ , ৪:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে রাস্তায় রাস্তায় ফেরি করে চিতল মাছ বিক্রি করতে দেখা গেছে কাজল চন্দ্র দাস নামের এক মাছ ব্যবসায়ীকে।

আরও পড়ুন- ফের জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাশ মাছ

শুক্রবার দুপুরে উপজেলার সবুজপাড়া গ্রামের রাস্তা দিয়ে বিশাল আকৃতির দুটি চিতল মাছ কাঁধে নিয়ে ফেরি করতে দেখা যায় তাকে। ওই মাছ ব্যবসায়ীর বাড়ী কুড়িগ্রাম জেলা শহরের পাশ্ববর্তী ধরলা নদীর পাড় এলাকায় বলে জানা গেছে।

মৎস্যজীবি ও মাছ ব্যবসায়ী কাজল চন্দ্র দাস জানান,তারা ধরলা নদীর পাড় এলাকার কয়েকজন মৎস্যজীবি মিলে ধরলা নদীর কোলায় কাঠালি ফেলে রাখে। পরে কাঠালির ওই জায়গাকে অবরুদ্ধ করে বেশ কিছু চিতল মাছ শিকার করেন তারা। মাছগুলি নিয়ে মৎসজীবিরা ভিন্ন ভিন্ন এলাকায় ফেরি করে বিক্রি করেন। সে মোতাবেক কাজল চন্দ্রের দায়িত্বে পরে চিলমারী এলাকা। কাজল চন্দ্র দাসের কাঁধে থাকা মাছ দুটির ওজন ১৫/১৬ কেজি হবে বলে জানান তিনি। এসময় প্রতিকেজি মাছের মুল্য ২হাজার টাকা করে হাকান তিনি।
সবুজ পাড়া এলাকার ফরহাদ হোসেন,শরিফুল ইসলাম বাবু,সুমন মিয়া,কামরুল,রায়হান মিয়াসহ অনেকে জানান,ধরলা নদী থেকে শিকার করা মাছ দুটির স্বাদ ভালই হবে। কিন্তু দাম বেশী চাওয়ায় কিনতে পারছেন না তারা।

উপজেলা মৎস্য অফিসার নুরুজ্জামান খান জানান,মাঝে মধ্যে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর বিভিন্ন এলাকায় চিতল, বোয়াল,বাঘাইর মাছসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধর পড়ে। এরকম মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী উভয়েই খুশি এবং লাভবান হয়। মৎস্য বিভাগের পক্ষ থেকে এধরনের মাছের অভয়াশ্রম গড়ে তোলাসহ সংরক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে।