জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৩ , ৬:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর বাজারে শুক্রবার সন্ধ্যার একটু আগে অগ্নিকান্ডে হার্ডওয়্যার তুলার গোডাউনে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুন- কাউনিয়ায় আমন ধানের মাঠ দিবস
সরেজমিনে গিয়ে দেখাগেছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটে টেপা মধুপুর বাজারে প্রথমে স্বপন কুমার সরকার গোডাউনে আগুন লাগলে সেখান থেকে সামাদ তুলার গোডাউনে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নিমিষেই মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৮ থেকে ১৯ লক্ষাধিক টাকা ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টেপা মধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ অগ্নিকান্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন।