মো. মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ১৮ নভেম্বর ২০২৩ , ২:১৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রুমন ইসলাম (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ই নভেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার ধরণীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী বাঁশেরপুল এলাকায় ধান মাড়াই করা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান রুমন ইসলাম।
নিহত মোঃ রুমন ইসলাম উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার কাঁচামাল ব্যবসায়ী বুলেটের পুত্র। তিনি ডোমার সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ডোমার আসার পথে ধান মাড়াই করা একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রুমনের মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুর্ঘটনার শিকার তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রুমন ইসলাম মারা যান।
দুর্ঘটনায় আহত আরও দুজন হলেন—উপজেলার পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেকের পুত্র মোঃ জনি (২৬) ও পূর্ব চিকনমাটি ডাঙাপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুত্র রতন ইসলাম (২১)। তারা উভয়ে বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
নিহতের পরিবার জানায়, শনিবার (১৮ই নভেম্বর) বাদ যোহর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রুমনের জানাজার নামাজ অনুষ্ঠান ও দাফন কার্য সম্পন্ন করা হবে।
রুমনের মৃত্যুতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা শোক জানিয়েছেন। এছাড়া রুমনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।